• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. সারাদেশ

বরিশাল বাস মালিক সমিতির সভাপতিকে তাঁতী লীগের ফুলের শুভেচ্ছা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪০ পিএম
বরিশাল_বাস_মালিক_সমিতির_সভাপতিকে_তাঁতী_লীগের_ফুলের_শুভেচ্ছা
ফাইল ফুটেজ

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম দেওয়ান কে, বরিশাল কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি ঘোষণা করায় বরিশাল জেলা তাঁতী লীগের সভাপতি রায়হান মাহবুব (অন্তু) ও সাধারন সম্পাদক কাইয়ুম হোসেন'র নের্তৃত্বে সদ্য ঘোষিত সভাপতি অসীম দেওয়ান কে জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায় ও মিষ্টি বিতরন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সদস্য , মাইনউদ্দিন,জামাল,মিরাজ,তারেক,মিলন সহ অসংখ্য নেতা কর্মি।

এসময় সভাপতি সাংবাদিকদের বলেন বরিশাল বিভাগের ২১ টি সংসদিয় আসনে ৪২ টি উলজেলায় ও ৩৫৩ টি ইউনিয়ন পরিষদের মানুষের চলাচলের কেন্দ্রবিন্দু বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল তাদের চলার পথকে আরও বেগবান করতে আমার উপর অর্পিত দাইত্ব আমি শতভাগ পালনের চেষ্টা করে যাব।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন