• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

অনিয়মের অভিযোগ থেকে মুক্তি পেল আম্বানির চিড়িয়াখানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:০০ পিএম
অনিয়মের অভিযোগ থেকে মুক্তি পেল আম্বানির চিড়িয়াখানা

এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির মালিকানাধীন গুজরাটের ভান্তারা চিড়িয়াখানায় প্রাণী অধিগ্রহণ নিয়ে যেসব অভিযোগ উঠেছিল, তা ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতের শীর্ষ আদালতের নিযুক্ত একটি বিশেষ তদন্ত দল।

গত মাসে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারকদের একটি তদন্ত দল গঠন করেন, যেখানে অভিযোগ ছিল, প্রাণীদের অবৈধভাবে আনা হয়েছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তবে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ওই তদন্ত দল জানায়, চিড়িয়াখানার পরিচালনায় কোনো অনিয়ম পাওয়া যায়নি এবং সব অধিগ্রহণ আইন মেনেই হয়েছে।

সুপ্রিম কোর্ট আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে এসব অভিযোগ ভিত্তিহীন হতে পারে।

তবে অভিযোগ ওঠে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে বিষয়টি তদন্ত করেনি। সেই পরিপ্রেক্ষিতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ভান্তারার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে যে- ওঠা সন্দেহ ও অভিযোগগুলোর কোনো ভিত্তি ছিল না।

উল্লেখ যে ভান্তারা একটি ব্যক্তিমালিকানাধীন বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্র। যা গুজরাটের জামনগরে ৩,৫০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত। এটি অনন্ত আম্বানির উদ্যোগে তৈরি এবং এখানে হাতি, বাঘসহ প্রায় ২,০০০ প্রজাতির প্রাণীর আবাসস্থল রয়েছে। এটি মুকেশ আম্বানির বিশাল তেল শোধনাগারের কাছাকাছি অবস্থিত। যা বিশ্বের বৃহত্তম রিফাইনারিগুলোর একটি।

এই বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। এ ছাড়াও এটি অনন্ত আম্বানির বিলাসবহুল প্রাক-বিবাহ অনুষ্ঠানের একটি মূল ভেন্যু ছিল। যা আন্তর্জাতিকভাবে সংবাদ শিরোনামে আসে।

যদিও ভান্তারা এখনো সাধারণের জন্য উন্মুক্ত নয়, বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণবাদী ও কর্মী এই প্রকল্প নিয়ে সমালোচনা করে আসছেন। তাদের অভিযোগ, এই অঞ্চলের উষ্ণ ও শুষ্ক আবহাওয়া অনেক প্রাণীর জন্য উপযুক্ত নয়।

সম্প্রতি, মহারাষ্ট্রের কোলাপুর শহরের একটি মন্দির থেকে একটি অসুস্থ হাতি ভান্তারায় স্থানান্তরের ঘটনায় বিক্ষোভ দেখা দেয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন। আদালত জানান, তদন্তে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন