• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

চুক্তি ভঙ্গ করে ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল, চালাচ্ছে হামলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৫৬ পিএম
চুক্তি ভঙ্গ করে ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল, চালাচ্ছে হামলা

যুদ্ধবিরতির চুক্তি হলেও এখনো অবরুদ্ধ গাজা উপত্যকায় বেশীরভাগ ত্রাণ আটকে রেখেছে দখলদার ইসরায়েল। সেইসঙ্গে চুক্তি ভঙ্গ করে গাজা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। 

গতমাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতির চুক্তি হলেও উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ বাধাগ্রস্থ করছে ইসরায়েল।

যুদ্ধ চলাকালীন সময়ের তুলনায় ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও ইসরায়েলি নিষেধাজ্ঞায় গাজা জুড়ে খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহের ঘাটতির সম্মুখীন হচ্ছে ফিলিস্তিনিরা।

শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, গত ১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও এখন গড়ে ১৪৫টি ট্রাক প্রবেশ করছে। 

বিবৃতিতে আরো বলা হয়, আমরা ইসরায়েলি দখলদারিত্বের তীব্র নিন্দা জানাই।

উপত্যকার ২৪ লক্ষেরও বেশি মানুষের মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য দায়ি ইসরায়েল। 

এদিকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে যুদ্ধবিমান, কামান এবং ট্যাঙ্ক দিয়ে গোলাবর্ষণ করে দখলদার বাহিনী। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে আবাসিক ভবনগুলিও গুঁড়িয়ে দিয়েছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তথাকথিত হলুদ রেখার ওপারে  অবশিষ্ট ভবন ও ফসলি জমি গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন