• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান, বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১৩ পিএম
ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান, বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কাই নিউজকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ।

গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন ফয়সাল বিন ফারহান।

তিনি বলেছেন, “আমাদের সঙ্গে তার বৈঠক বেশ ভালো হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গেছে। অনেক মানুষ মারা গেছেন। অনেক বেশি দুর্গতি ভোগ করছেন সাধারণ মানুষ। আর গাজায় এখন দুর্ভিক্ষ চলছে।”

“প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমি যা বুঝতে পেরেছি তিনি এ যুদ্ধ বন্ধে অনেক অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্ত এবং গাজার মানুষের মধ্যে স্বস্তি আনতে চান।”

“তাই আমি আশাবাদী আমরা যে আলোচনা শুরু করেছি, সেটি আমাদের যুদ্ধবিরতি এনে দেবে।”

এদিকে দুই সপ্তাহ আগে জাতিসংঘের কমিশন জানায়, তারা প্রমাণ পেয়েছে গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড় লাখের বেশি ফিলিস্তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন