• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০৯ পিএম
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

তিন দিনের সফরে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। তবে ওই আয়োজন ঘিরে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা।

সল্টলেক স্টেডিয়ামে মেসির উপস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেসিকে দেখতে গিয়ে ভোগান্তিতে পড়া দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।’

পোস্টে তিনি আরো লেখেন, ‘হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য।

এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসিসহ সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

এই ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অব্যবস্থাপনার পেছনে কারা দায়ী এবং কিভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন