কয়েকদিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে

যুদ্ধবিরতির চুক্তির ধারা ও ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিয়ে দ্বন্দ্ব থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা।


তিনি বৃহস্পতিবার (১০ জুন) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সেনারা গাজার কোন অংশ থেকে সরে যাবে সেটি নিয়ে এখনো আলোচনা চলছে।
এরআগে দখলদার ইসরায়েল সেনাদের সরে যাওয়ার একটি ম্যাপ প্রদান করেছিল। হামাস সেটি প্রত্যাখ্যান করে। এরপরর যুক্তরাষ্ট্রের চাপে পড়ে তারা নতুন ম্যাপ দেয়। হামাস এটিও প্রত্যাখ্যান করেছে। কারণ এতে দেখা যাচ্ছে, যুদ্ধবিরতির সময়ও গাজার বড় অংশে ইসরায়েলি সেনারা থাকবে।
গাজার কথিত মোরাগ করিডরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে হামাস সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে। কারণ দখলদাররা এই করিডরটিতে অবস্থান নিয়ে গাজায় একটি ‘মানবিক শহর’ তৈরি করতে চায়। যেখানে গাজার মানুষকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাদের বের হতে দেওয়া হবে না।
মধ্যস্থতাকারী দেশগুলো মনে করেছিল, ইসরায়েল নতুন ম্যাপ দেওয়ার পর আলোচনায় ব্রেকথ্রু পাওয়া যাবে। তবে এমনটি হয়নি। কারণ হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির সময় গাজার বেশিরভাগ অংশে ইসরায়েলি সেনারা থাকবে এটি তারা মানবে না।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ম্যাপে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি শুরু হলে গাজার কিছু অংশ থেকে সরে যাবে। কিন্তু তা সত্ত্বেও গাজার এক তৃতীয়াংশ তাদের নিয়ন্ত্রণে থাকবে।


কিন্তু ওই ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছে, এ বিষয়টি সমাধান করা সম্ভব এবং আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। যদিও গতকাল এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছিলেন, যুদ্ধবিরতি শুরু হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: