• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

Advertise your products here

  1. শিক্ষা

সেন্টমার্টিনে আটকা পড়লেন জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২২ পিএম
সেন্টমার্টিনে_আটকা_পড়লেন_জবির_৪০_শিক্ষক_শিক্ষার্থী
ফাইল ফুটেজ

বৈরী আবহাওয়া ও তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় জাহাজ চলাচল বন্ধের কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষক-শিক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষকসহ চতুর্থ বর্ষের ৪০ শিক্ষার্থী।

বুধবার (৪ অক্টোবর) সকালে তাদের ফিরে আসার কথা থাকলেও আবহাওয়ার তিন নম্বর সতর্ক সংকেত থাকায় আসতে পারেননি। ট্যুরে যাওয়া আবদুল বারেক নামের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আবদুল বারেক লেখেন, ৩৮ জন শিক্ষার্থী নিয়ে সেন্টমার্টিন শিক্ষা সফরে এসে প্রচণ্ড লঘুচাপ এবং সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে আমরা দুদিনের বদলে তৃতীয় দিন অতিক্রান্ত করছি। এইখানে প্রচুর খাদ্যসংকট দেখা দিয়েছে, আগামীকালও নাকি জাহাজ চলাচল বন্ধ থাকবে।

অন্য আরেক শিক্ষার্থী রাকিব জানান, জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে আমরা ফিরতে পারিনি। এখানে মাছ-মাংসের সংকট থাকলেও চাল-ডাল ও শুকনো খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, , সহযোগী অধ্যাপক নুসরাত সুলতানা, গত সোমবার (২ অক্টোবর) সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীসহ, ৩৮ জন শিক্ষার্থী  সেন্টমার্টিন যান দুইদিনের র‍্যাগ ট্যুরে।

এ দুজন শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি কিছুক্ষণ আগেও সেন্টমার্টিনে আটকেপড়াদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন- এখনো সবার অবস্থা স্বাভাবিক। আর খাদ্যসংকট তেমন দেখা দেয়নি। পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রয়েছে বলে জানতে পেরেছি।

তিনি আরও জানান, সাগর একটু উত্তাল থাকায় আপাতত জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তাদের আজকে ফিরে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়ে গেছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি। আশা করি কোনো সমস্যা হবে না।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর 

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন