• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

Advertise your products here

  1. সারাদেশ

হঠাৎ দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৭ পিএম
কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের
ফাইল ফুটেজ

শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া চৌকিদার বাড়ি সংলগ্ন সড়কের ওপর আহত অবস্থায় সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা সাপটিকে বালিয়াতলী বনে অবমুক্ত করেন।

এমন সাপ সচরাচর দেখা মেলে না বলে জানিয়েছেন স্থানীয়রা। সাপটি সড়ক পার হওয়ার সময় যানবাহনের চাকায় চাপা পড়ে আহত হয়েছে বলে জানান তারা। 

পথচারী বুলেট আকন বলেন, অন্তত ২০ বছর আগে এই প্রজাতির সাপ দেখেছি। আর আজ কলাপাড়া থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটা যাওয়ার পথে আবার দেখলাম। এসব সাপ প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের সমান জায়গা উড়ে যেতে পারে।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, এসব সাপ এখন প্রায় বিলুপ্ত। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাপটি স্থানীয়রা অবমুক্ত করেন। 

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ প্রকল্পের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি আহেতুলা ও নাসুটা প্রজাতির সাপ। মাথা চ্যাপটা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্ণের।  এসব সাপের সচরাচর দেখা মেলে না। এই সাপ লাউগাছসহ বিভিন্ন সবুজ গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ধ্বংস করে।

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন