• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Advertise your products here

  1. শিক্ষা

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ছুটি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২৩ পিএম
আপিল_করবে_না_শিক্ষা_মন্ত্রণালয়_ছুটি_থাকবে_বৃহস্পতিবার_পর্যন্ত
ফাইল ফুটেজ

চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল থাকছে

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

তবে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান তিনি।

 

এর আগে স্কুল-মাদ্রাসা বন্ধের বিষয়ে গতকাল সোমবার হাইকোর্টের আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান।

 

এর একদিন পরই আজ (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয় এ আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত জানিয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন