• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. বিনোদন

আ.লীগের মনোনয়ন ফরম নেবেন না রিয়াজ, জায়েদ খান, জোত্যিরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৮ পিএম
আ_লীগের_মনোনয়ন_ফরম_নেবেন_না_রিয়াজ,_জায়েদ_খান,_জোত্যিরা
ফাইল ফুটেজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন অন্তত এক ডজন অভিনয়শিল্পী। ইতোমধ্যেই তাদের অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

তবে নির্বাচনকে ঘিরে আলোচনায় থাকলেও শেষমেষ আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেননি একাধিক তারকা। যাদের মধ্যে রয়েছে চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অরুনা বিশ্বাস, অপু বিশ্বাসের নাম। 

সম্প্রতি সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা গেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো আগ্রহ প্রকাশ করেননি রিয়াজ। এ বিষয়ে এই তারকা বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। আওয়ামী লীগকে পছন্দ করি। তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা বা আগ্রহ এখন পর্যন্ত আমার নেই। আমি মনে করি, আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। যাদের শরীরে এখনও বুলেটের দাগ আছে, নির্যাতনের চিহ্ন আছে। তারাই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য।’

রিয়াজ আরও বলেন, ‘আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার মতো কোনো চিন্তাভাবনা আমার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ভেবে দেখব।’ 

একই কথা চিত্রনায়ক জায়েদ খানের কণ্ঠেও। সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনায় থাকলেও মনোনয়ন ফরম সংগ্রহ করেননি তিনি।  এই অভিনেতা জানালেন, ‘অনেকেই মনে করেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি এমপি হওয়ার জন্য। কিন্তু না, আমি এই দলটিকে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ধারণ করি। সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম তুলছি না, তবে দলের যেকোনো কর্মকাণ্ডে, প্রয়োজনে পাশে আছি।’

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই তারকারা

আওয়ামী লীগের রাজনীতিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। তবে রাজনীতিতেই আরও সময় দিতে চান এই অভিনেত্রী। আপাতত নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই তার। 

এ বিষয়ে জ্যোতি বললেন, ‘আমি মনে করি, রাজনীতিতে আমার এখনও অনেক কিছুই দেওয়ার বাকি। এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলছি না। তবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় থাকছি। এরইমধ্যে দলের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছি।’

চিত্রনায়িকা অপু বিশ্বাসের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন থাকলেও তিনি স্পষ্টই জানালেন, নির্দিষ্ট কোনো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো সিদ্ধান্ত নেননি তিনি। তবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কোনো দায়িত্ব দিতে চান তাহলে তিনি সেটা পালন করবেন। 

একই কথা অভিনেত্রী অরুনা বিশ্বাসেরও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন ফরম তোলার কোনো ইচ্ছা নেই তার। তিনি মনে করেন, রাজনীতিতে আরও যোগ্য ব্যক্তিরা আছেন। তাদেরই উচিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। অরুনা বলেন, ‘নির্বাচনের জন্য কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করছি না। তবে আওয়ামী লীগের পাশে আছি, অতীতেও যেভাবে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই থাকব।’

শোবিজ অঙ্গনে মনোনয়ন নিয়ে গুঞ্জন ছিল চিত্রনায়িকা পূর্ণিমাকে ঘিরেও। কিন্তু এই অভিনেত্রী জানালেন, তার এমন কোনো পরিকল্পনাই নেই। পূর্ণিমার কথায়, ‘যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারাই মনোনয়ন প্রত্যাশা করতে পারেন। রাজনীতিতে আমি তাদের তুলনায় একদমই শিশু। তাই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন সংগ্রহের কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই আমার।’

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন