মোড়েলগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
.jpg.webp)
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোড়েলগঞ্জ উপজেলা শাখার নাম ভাঙ্গিয়ে সরকারি দপ্তর সহ বিএনপি নেতা কর্মীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা বারোটায় বাগেরহাটের খান জাহান আলী মাজার মোড়ে বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের প্রধান কার্যালয়ে মোড়েলগঞ্জ উপজেলা ও সকল ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। এ সময় তারা প্রতারণার সাথে জড়িত সকলের দল থেকে বহিষ্কার এবং বিচার দাবি করেন।


অভিযোগকারীরা জানান, মোড়েলগঞ্জ উপজেলায় শফিকুল ইসলাম কিসলুকে সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন কিসলুকে সাধারণ সম্পাদক করে মৎস্যজীবী দলের একটি কমিটি রয়েছে। কিন্তু এই কমিটির নেতাদের পাশ কাটিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য মৎস্যজীবী দলের নাম ভাঙিয়ে একটি চক্র প্রতারণা করে যাচ্ছে। তারা জেলে কার্ড সহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে নগত অর্থ হাতিয়ে নিচ্ছে। অনেকে অর্থ লেনদেন করে প্রতারিত হয়েছেন।
বিষয়টি বাগেরহাট জেলা বিএনপি ও জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দদের অবগত করানো হয়েছে। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন সরকারি অফিসে মৎস্যজীবী দলের নেতাকর্মী পরিচয়ে সুযোগ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। অনতিবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে বিএনপি'র ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে জানান উপস্থিত মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ দুলাল ফরাজি, সাধারণ সম্পাদক শেখ হারুন আর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ লিয়াকত আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শেখ গোলাম মোস্তফা, কচুয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শেখ সারোয়ার সরদার, মোড়েলগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিসলু, এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের নেতা মিসেস মিতু বেগম, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ হুমায়ুন কবির, আল আমিন, আরিফুল ইসলাম শান্ত, শেখ মোস্তফা, মোঃ মুন্না সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মোড়েলগঞ্জ
- প্রতারণা
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: