• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

এআই দিয়ে তৈরি ফেক ভিডিও সম্পর্কে সর্তক করলেন মুফতি মেনক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২০ পিএম
এআই দিয়ে তৈরি ফেক ভিডিও সম্পর্কে সর্তক করলেন মুফতি মেনক

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার মুফতি ইসমাইল মেনক তার নাম, মুখ ও কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর ভুয়া ভিডিও ও অডিও সম্পর্কে সতর্ক করেছেন। এমন কিছু কনটেন্টে তাকে রাজনৈতিক ও বিতর্কমূলক বিষয়ে বক্তব্য দিতে দেখা গেছে, যেসব বিষয়ে তিনি কখনোই আলোচনা করেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মুফতি মেনক বলেন, সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে আমার মুখ, কণ্ঠ ও নাম ব্যবহার করে নানা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিষয়ে ভুয়া কনটেন্ট ছড়ানো হচ্ছে। সতর্ক থাকুন, এগুলো আমার নয়। আমার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রকাশিত কনটেন্টের সত্যতা আমি নিশ্চিত করতে পারি না।

তিনি তার অনুসারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহজনক ভিডিও বা অডিও দেখলে তা বিশ্বাস বা শেয়ার করার আগে অবশ্যই তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

মুফতি মেনক স্পষ্ট করে জানিয়েছেন, এই ধরনের ভুয়া বা কৃত্রিম কনটেন্টের জন্য তিনি কোনোভাবেই দায়ী নন। বরং অনুসারীদেরই সতর্ক থাকতে হবে এবং প্রতারণার শিকার না হতে হবে।

প্রযুক্তিগতভাবে উন্নত ডিপফেক প্রযুক্তির মাধ্যমে এখন যে কেউ এমন ভিডিও বা অডিও তৈরি করতে পারে, যেখানে জনপরিচিত ব্যক্তিদের এমনভাবে উপস্থাপন করা হয় যেন তারা এমন কথা বলছেন যা বাস্তবে কখনো বলেননি।

বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় ব্যক্তিত্বরা সমাজে প্রভাবশালী হওয়ায় তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর ঝুঁকি বেশি।

মুফতি মেনকের এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে, বিশেষ করে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিভাজন সৃষ্টির হাতিয়ার হিসেবে।

প্রসঙ্গত, ড. মুফতি ইসমাইল মেনক বর্তমান সময়ের একজন প্রখ্যাত ও সৃজনশীল ইসলামী ব্যক্তিত্ব। তিনি জিম্বাবুয়েতে জন্ম গ্রহণ করেছেন। তিনি মদিনাতে ইসলামী শিক্ষা গ্রহণ করেছেন। তিনি সামাজিক নির্দেশনা বিষয়ের উপর অ্যালডারগেটস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 

তার নামের সঙ্গে সুনাম ও খ্যাতির লম্বা তালিকা ঝুলে আছে। ২০১০ সাল থেকে তিনি সর্বাধিক প্রভাবশালী ৫০০-জন মুসলিমের তালিকায় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লক্ষাধিক অনুসারী রয়েছে। গভীর জ্ঞান, কার্য্কর ও বাস্তব দিক- নির্দেশনার জন্য তিনি বেশ সমাদৃত ও প্রসিদ্ধ। 

হাস্যরস ও রসিকতার অপূর্ব মিশেল মুফতি মেনকের স্বতন্ত্র বৈশিষ্ট্য। তিনি সব ধরনের মানুষের সাথেই তিনি সহজে মিশতে পারেন। সন্ত্রাসবাদ, সকল ধরনের অবিচার ও উগ্রবাদের বিরুদ্ধে তিনি কঠোর।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন