কেমন সাড়া পাচ্ছে কলকাতায় ‘সুড়ঙ্গ’

কাঁটাতারের সীমানা পেরিয়ে ওপার বাংলায় মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। গতকাল শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের ৩১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। চতুর্থ সপ্তাহে এসে দেশের প্রেক্ষাগৃহেও দাপট দেখাচ্ছে ‘সুড়ঙ্গ’। হলসংখ্যা ছুঁয়েছে অর্ধশতকের ঘর।


দেশে ও দেশের বাইরে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। ওপার বাংলায় মুক্তির প্রথম দিনে কেমন সাড়া পেল ‘সুড়ঙ্গ’, বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘কলকাতার বাইরের খবর এখনো জানতে পারিনি। তবে কলকাতায় মাল্টিপ্লেক্সে দর্শকদের খবর পেয়েছি। দারুণ সাড়া।
যারা দেখেছেন, দু-একজনের সঙ্গে কথা হয়েছে, ছবিটি নিয়ে ব্যাপক প্রশংসা করেছেন। মনে হচ্ছে, ঢাকার মতো এখানেও মাল্টিপ্লেক্সে দর্শকঝড় উঠতে পারে।’এ নির্মাতা আরও বলেন, ‘শোয়ের আগে গিয়ে দেখি, শত শত মানুষের ভিড়। অন্য দেশে নিজের ছবি দেখতে দর্শকদের এমন আগ্রহ দেখে অন্য রকমের ভালো লাগা কাজ করছিল।’
আরও পড়ুন>> তিন সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি 'প্রিয়তমা'র!
‘সুড়ঙ্গ’ মুক্তি উপলক্ষ্যে গত বুধবার কলকাতায় পৌঁছেছেন ছবির পরিচালক রায়হান রাফী, অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল, ছবির দুই প্রধান শিল্পী আফরান নিশো ও তমা মির্জা। দুই দিন ধরে সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ছবিটি নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন তারা। চালাচ্ছেন নিজেদের ছবির সর্বোচ্চ প্রচারণা।
প্রসঙ্গত, আফরান নিশো-তমা মির্জা ছাড়াও ‘সুড়ঙ্গ’ সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। পশ্চিমবঙ্গে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।


দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
- বিষয়:
- কলকাতা
- সুড়ঙ্গ
- সিনেমা
- আফরান নিশো
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: