বরিশাল কাউনিয়া থানায় ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ৩

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান৷ তারই তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও এসআই শামসুল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউপি'র ৮ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার ইনা ইট ভাটা সংলগ্ন পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করেন কাউনিয়া থানা পুলিশ ৷


গত (২৮ অক্টোবর) আনুমানিক তিন টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউনিয়া থানা পুলিশ ফয়সাল হাওলাদার (২২) সাকিল হাওলাদার (২৭) এবং মাহফুজ হোসেন (১৯) উভয়কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্যয় নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী মামলা হয়। মামলা নং-১৮, তারিখ- ২৮/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) এর সারণির ১০(ক)/ রুজু করা হয়েছে ৷
দৈনিক পুনরুত্থান / শেখ আরিফ,বরিশাল
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: