মহম্মদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে নানা শ্রেনিপেশার মানুষের উপস্থিতিতে একটি র্যালি বের হয়।


র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয়।
পরে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদশ” শীর্ষক আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আবু আব্দুল্লাহেল কাফি।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৈহিদুল ইসলাম ইমরুলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহম্মদপুর থানার তদন্ত ওসি মুন্সী রাসেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক শারমিন আক্তার রুপালী প্রমূখ।
দৈনিক পুনরুত্থান / মুরাদ হোসেন, মাগুরা
- বিষয়:
- সমবায়
- কো-অপারেটিভ
- ক্রেডিট ইউনিয়ন
- দিবস
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: