সুনামগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশং ডে পালিত

পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" প্রতিপাদ্যতাকে সামনে রেখে সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন করা হয়েছে৷


শনিবার বিকেলে ৩টায় সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সুনামগঞ্জের সহযোগিতায়, সুনামগঞ্জ সদর মডেল থানা প্রঙ্গন হতে ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড হাতে উছিয়ে বাদ্যযন্ত্র ড্রাম বাজিয়ে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়৷
জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুনামগঞ্জ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত্ পলিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, নুরুল হক চৌধুরী প্রমুখ।
জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কার্যক্রমের জন্য সম্মাননা পান বীর মুক্তিযোদ্ধা, আব্দুল মজিদ, সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই আনোয়ার হোসেন।


দৈনিক পুনরুত্থান / সুনামগঞ্জ প্রতিনিধি
- বিষয়:
- সুনামগঞ্জ ,কমিউনিটি
- পুলিশিং ডে
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: