হামাস শর্ত না মানলে গাজা সিটি ধ্বংস করা হবে : কাৎজ

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ না করে এবং সব বন্দিকে মুক্তি না দেয় তবে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটিতে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করার মাঝেই ইসরায়েলি মন্ত্রী কাৎজ এ মন্তব্য করলেন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস একটি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সময়ের মধ্যে গাজায় আটক থাকা অর্ধেক বন্দিকে মুক্তি দেওয়া হবে।
কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন এমন আলোচনার জন্য যাতে সব বন্দির মুক্তি এবং গাজা যুদ্ধের অবসান ইসরায়েলের কাছে ‘গ্রহণযোগ্য শর্তে’ হয়।
ইসরায়েলের বিশ্বাস, টানা ২২ মাসের যুদ্ধের পর গাজায় আটক ৫০ জন বন্দির মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আলোচনার জন্য প্রতিনিধিদের পাঠানো হবে একবারে বৈঠকের স্থান চূড়ান্ত হলে।
বৃহস্পতিবার রাতে গাজা ডিভিশনের সদর দপ্তর সফরকালে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি যেন অবিলম্বে সব বন্দির মুক্তির জন্য আলোচনা শুরু করা হয়। আমি এসেছি গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়া ও হামাসকে পরাজিত করার জন্য আইডিএফের পরিকল্পনাকে অনুমোদন দিতে। এই দুটি বিষয়– হামাসকে পরাজিত করা এবং সব বন্দিকে মুক্ত করা একসঙ্গে চলছে।
নেতানিয়াহুর বক্তব্যকে জোরদার করে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ শুক্রবার সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিগগিরই গাজার হত্যাকারী ও নিপীড়ক হামাসের মাথার ওপর নরকের দ্বার খুলে যাবে– যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্ত মেনে নেয়, বিশেষ করে সব বন্দিকে মুক্তি ও তাদের নিরস্ত্রীকরণ।’


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- হামাস,গাজা সিটি
- কাৎজ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: