• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Advertise your products here

  1. সারাদেশ

আদালতের নির্দেশনাকে অমান্য করে বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা নির্মাণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম
আদালতের_নির্দেশনাকে_অমান্য_করে_বাকেরগঞ্জে_অবৈধ_স্থাপনা_নির্মাণ
ফাইল ফুটেজ

বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে বিজ্ঞ আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায় যে,বরিশাল জেলার, বাকেরগঞ্জ থানার, মৌজা-বিহারীপুর,জে এল নং-০৪,এসএ খতিয়ান নং-১৭৩,দাগ নং-১৪২২/১৪২৩ উক্ত দুইটি দাগে মোট জমির পরিমাণ ১ একর ৩৯ শতাংশ,যাহার মধ্যে বাদী পক্ষের দীর্ঘকাল যাবৎ ভোগদখলীয় দাবীকৃত জমির পরিমাণ ২৮ শতাংশ।

উক্ত সম্পত্তি নিয়ে বিহারীপুর নিবাসী রুস্তম আলী সিকদারের স্ত্রী মোসাঃ আয়েশা গংদের সাথে একই এলাকার এবং একই বাড়ীর মৃত ওয়াজেদ আলী সিকদারের পুত্র মোঃ নুরুল হক সিকদার, মোঃ নুরুল হক সিকদারের স্ত্রী নুর নাহার বেগম, ইদ্রিস আলী সিকদারের পুত্র মোঃ রুহুল আমিন সিকদারদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ থাকার কারণে।

উক্ত বিবেদীরা গত ২৯ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় সকল বিবাদীরা সকল লাঠি সোটা সহ দেশীয় বিভিন্ন মারাত্মক প্রাননাশক অস্ত্রাদী সজ্জিত হইয়া পাকা বিল্ডিং নির্মাণের উপকরণ নিয়া বাদীদের ভোগ দখলীয় জমির সীমানার মধ্যে বেইজ কাটিয়া পাকা বিল্ডিং নির্মাণের কাজ আরম্ভ করিলে।

আদালতের নির্দেশনাকে অমান্য দেখিয়ে বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা নির্মাণ

বিহারীপুর নিবাসী রুস্তম আলী সিকদারের স্ত্রী মোসাঃ আয়েশা অতি কিংকর্তব্যবিমূঢ় হয়ে বিহারীপুর নিবাসী রুস্তম আলী সিকদারের স্ত্রী মোসাঃ আয়েশা গংদের সাথে একই এলাকার এবং একই বাড়ীর মৃত ওয়াজেদ আলী সিকদারের পুত্র মোঃ নুরুল হক সিকদার, মোঃ নুরুল হক সিকদারের স্ত্রী নুর নাহার বেগম,

ইদ্রিস আলী সিকদারের পুত্র মোঃ রুহুল আমিন সিকদারদের সহ অজ্ঞাত নামা ৪/৫ চান ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিবাদী করে মোকাম বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় এমপি-৩৬৯/২০২৩ (বাকেরগঞ্) একটি মোকদ্দমা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি বাকেরগঞ্জ থানাকে কোন প্রকার শৃঙ্খলার বিঘ্ন যাহাতে না ঘটে তোমার মেয়ে একটি আদেশ দেওয়া সহ,

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে সরে জমিনে গিয়ে দখলীয় সত্য তাদের পক্ষে আপনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতেকে এবং সরজমিনে ভোগ দাদিখলকার নিরূপণ করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদনের আদেশ দিলে এবং বাকেরগঞ্জ থানাকে ওই আদেশের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত অবৈধ স্থাপনা নির্মাণের কাজ শুরু করিলে উক্ত মোকদ্দমার বাদীপক্ষ তাহাতে বাধা দিলে বিবেদী পক্ষগন বাদী পক্ষদেরকে খুন জখমের হুমকি প্রদান করিলে,

বাদী পক্ষ বিষয়টি বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমানকে অবহিত করিলে তিনি বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এস আই জনাব সাহেবকে ঘটনাস্থলে পাঠালে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সততা পেয়ে মামলার বিবাদীদেরকে বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাজকর্ম বন্ধ রাখার জন্য অনুরোধ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

কিন্তু ঘটনাস্থল ত্যাগ করতে না করতেই উক্ত বিবাদীরা স্থানীয় একটি প্রভাবশালী মহ দ্বারা পুনরায় উক্ত ঘরের কাজ আরম্ভ করিতে বললে উক্ত মামলার বাদীর ভাই তাহাদের অবৈধ কাজে বাধা দিলে বিবাদীরা তাহার ভাইকে মারার জন্য তেড়ে আসেন যাহা ভিডিও ফুটেজ চিত্রে উঠে আসে।

বর্তমানে উক্ত মামলার বাদিপক্ষ সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন বলে জানান এবং যে কোন সময় সেখানে শান্তি ভঙ্গের আশা সহ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।

তাই উক্ত বিষয়ে মামলার বাদীপক্ষ বিষয়টির ব্যাপারে বরিশাল রেঞ্জের ডিআইজি,র‌্যাব-৮ অধিনায়ক,জেলা পুলিশ সুপার মহোদয়, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যতন ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন