• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

Advertise your products here

  1. তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান

ইলন মাস্কের ঘোষণা টুইটারের লোগো পরিবর্তনের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৬ পিএম
ইলন মাস্কের ঘোষণা টুইটারের লোগো পরিবর্তনের
ফাইল ফুটেজ

সম্প্রতি টুইটারের লোগো পরির্তনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। আজ রোববার এ সংক্রান্ত একটি টুইট করেন এ মার্কিন প্রযুক্তি বিলিয়নেয়ার। এতে তিনি বলেছেন, ‘আমরা দ্রুত টুইটারের ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে করা ওই টুইটে ইলন মাস্ক আরও বলেছেন, ‘ভালো একটি এক্স লোগো যদি আজ রাতে পাওয়া যায়, এটি পরিবর্তন করা হবে তাহলে কাল থেকে পুরো বিশ্বে।’

 ‘এক্সের’ ছবিও প্রকাশ করেছেন মাস্ক সঙ্গে একটি ঝিকিমিকি। বিস্তারিত কিছু জানাননি তবে এটির ব্যাপারে। এ ব্যাপারে তাৎক্ষণিক এছাড়া টুইটারের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টুইটারের মালিকানা কিনে গত বছর ৪৪ বিলিয়ন ডলারে নেন মাস্ক। এক্স কর্পোরেশনে পরিবর্তন করে এরপর প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক নাম। মাস্ক যে, উইচ্যাটের মতো করতে চাচ্ছেন টুইটারকে চীনের সুপার অ্যাপ, সেটিই প্রতিফলিত হয়েছে এ পরিবর্তনের বিষয়টিতে।

করতে চাইলেও সাইটটির ওয়েবসাইটে ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন লিখা আছে, ‘পাখিকে বর্ণনা করে যা আমাদের সবচেয়ে আমাদের লোগো একটি নীল পরিচয়যোগ্য সম্পদ। এ লোগো নিয়ে এতটা রক্ষণশীল এ কারণে আমরা।’

এ বছরের এপ্রিলে অস্থায়ীভাবে লোগো ডগকয়েনের শিবা ইনু কুকুরে টুইটারের পরিবর্তন করা হয়। লোগো পরিবর্তনের কারণে সময় বিটকয়েন প্রতিষ্ঠানটির এই ওই মার্কেট ভ্যালু ৪ বিলিয়ন ডলার পর্যন্ত বেড়েছিল। উল্লেখ্য, মাইক্রো ব্লগিং সাইট টুইটার বিশ্বের সবচেয়ে জনপ্রিয়।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন