• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

Advertise your products here

  1. শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ২৮ জুলাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৫ পিএম
এসএসসি_ও_সমমান_পরীক্ষার_ফলাফল_প্রকাশ_২৮_জুলাই
ফাইল ফুটেজ

চলতি বছর সমমানের পরীক্ষা ও এসএসসি দেওয়া অপেক্ষার অবসান হচ্ছে আগামী ২৮ জুলাই ২০ লাখ শিক্ষার্থীর।

পরীক্ষার ফল প্রকাশ করা হবে সেদিন মাধ্যমিক ও সমমানের বলে জানিয়েছন ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার তিনি বলেন, প্রস্তুতি নিচ্ছেন তারা ২৮ জুলাই ফল প্রকাশের জন্য।

আরও পড়ুন>> শিশু শ্রমিকের সংখ্যা দশ বছরে বেড়েছে ৮০ হাজার

রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন। ফলাফলের বিভিন্ন দিক এরপর সংবাদ সম্মেলন করে তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল এ বছর এসএসসি ও সমমানের। ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দিন পিছিয়ে যায়। এবারের পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার ফল প্রকাশের নজির নেই। তবে অতীতে শনিবার ফল প্রকাশিত হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। এবার মাদ্রাসা কারিগরি বোর্ড এবং এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন