• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Advertise your products here

  1. খেলাধুলা

দুই শীর্ষ গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়ে দুবাইয়ে আলোচনায় ফাহাদ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:১৯ পিএম
দুই শীর্ষ গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়ে দুবাইয়ে আলোচনায় ফাহাদ
ফাইল ফুটেজ

দুবাইয়ে পুলিশ গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। প্রথম রাউন্ডেই টুর্নামেন্টের শীর্ষ বাছাই চীনের সুপার গ্র্যান্ডমাস্টার ইউয়ি ইয়ানগির বিপক্ষে ড্র করেন। ২৭২৮ রেটিংধারীকে রুখে দেয়ার পরের রাউন্ডে ফাহাদ ড্র করেছেন মার্কিন গ্র্যান্ডমাস্টার নিয়োম্যান হ্যান্সকে। যিনি বিশ্বের সেরা দাবাড়ু কার্লসেনকে হারিয়েছেন। 

প্রথম দুই রাউন্ডে বাংলাদেশি দাবাড়ুর এই পারফরম্যান্সে বেশ বিস্ময়ের সৃষ্টি হয়েছে দাবা অঙ্গনে। ভারতের অত্যন্ত জনপ্রিয় দাবা ভিত্তিক ফেসবুক পেজ চেসবেস ইন্ডিয়া। এক মিলিয়নের বেশি দাবাপ্রেমী এই পেজ অনুসরণ করেন। বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেই এই পেজের প্রতিনিধি থাকেন। দুবাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ফাহাদে আকৃষ্ট হয়েছেন তারা।

ফাহাদ ভারতীয় দাবা পেজে সুপার গ্র্যান্ডমাস্টারের মোকাবেলার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, 'সত্যিকার অর্থে তার বিপক্ষে পয়েন্ট পাওয়ার আশা নিয়ে যাইনি। খেলার ওপেনিংটা দুর্দান্ত ছিল। তবে সে তার স্বাভাবিক সেরাটা সেদিন দিতে পারেনি। জানি না কারণটা কি। এক পর্যায়ে আমার জেতার অবস্থা তৈরি হয়েছিল। সুপার গ্র্যান্ডমাস্টার তার অসাধারণ ডিফেন্ডিং দক্ষতায় খেলাটি ড্র করেছেন।' ২৭২৮ রেটিং ধারীর বিপক্ষে আধা পয়েন্ট পাওয়া একজন আন্তর্জাতিক মাস্টারের ক্যারিয়ারে সেরা মুহুর্ত কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, 'অবশ্যই দারুণ একটি স্মৃতি তবে জিততে পারলে আরো বেশি ভালো লাগত।'

পরের রাউন্ডে কালো ঘুটি নিয়ে মার্কিন গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন। সেই ম্যাচ সম্পর্কে ফাহাদ বলেন, 'এই ম্যাচের আগে ওপেনিং নিয়ে কাজ করেছিলাম। সে আমাকে খেলার এক পর্যায়ে আউটপ্লেট করে। পরবর্তীতে আমিও আউটপ্লেট পর্যায়ে যাই। জয়ের সম্ভাবনা থাকলেও ড্র করতে হয়েছে। এই সংক্রান্ত টেকনিক নিয়ে আমার কাজ করতে হবে।'

তিন ম্যাচে দুই পয়েন্ট ফাহাদের। টুর্নামেন্টের লক্ষ্য সম্পর্কে বলেন, 'আমি আগের মাসে একটি জিএম নর্ম পেয়েছি। এই টুর্নামেন্ট থেকেও লক্ষ্য আরেকটি জিএম নর্ম আদায় করা। বাকি ছয় রাউন্ডে সেই চেষ্টাই করব।'

ফাহাদের ভিয়েতনামের টুর্নামেন্ট ছিল রাউন্ড রবিন লীগ পদ্ধতির। নয় জন প্রতিপক্ষ একে অন্যের সঙ্গে খেলা নির্ধারিত। দুবাইয়ের এই টুর্নামেন্ট সুইস লিগে। প্রতিযোগির সংখ্যা ও গড় রেটিং অনেক বেশি হওয়ায় টুর্নামেন্টে সাত পয়েন্টের কম হলেও জিএম নর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে। আজ চতুর্থ রাউন্ডে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাহিদভ জাহোনগিরের বিপক্ষে খেলছেন। 

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন