• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

Advertise your products here

  1. রাজনীতি

দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০৮ পিএম
দেলাওয়ার_হোসাইন_সাঈদী_আর_নেই
ফাইল ফুটেজ

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান।

 গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এর আগে রোববার রাত ১০টা ৪০ মিনিটে থেকে তাকে বিএসএমএমইউতে আনা হয়। 

শাহীনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ২০১০ সালের ২৯ জুন রাজধানীর অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। মানবতাবিরোধী অপরাধের মামলায় পরে ২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তর করাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দুইটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে পরে আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। ওই মামলায় সাজাভোগ করছেন বর্তমানে তিনি।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর 

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন