• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

Advertise your products here

  1. খেলাধুলা

ভারতকে সেমিফাইনালে অলআউট করল বাংলাদেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪০ পিএম
ভারতকে_সেমিফাইনালে_অলআউট_করল_বাংলাদেশ
ফাইল ফুটেজ

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতীয় ‘এ’ দলকে অল্পতেই থামিয়ে দিল বাংলাদেশ ‘এ’ দল। আজ শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় দল অল-আউট হয়েছে ২১১ রানে।

বল হাতে সবাই কমবেশি অবদান রেখেছেন। ব্যাপক আলোচনায় থাকা সৌম্য সরকারও পেয়েছেন উইকেট। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ২৯ রানে প্রথম উইকেট পতন ঘটান তানজিম সাকিব। সাই সুদর্শন ফিরেন ২১ রানে। অপর ওপেনার অভিষেক শর্মা করেন ৩৪ রান।

আরও পড়ুন>> আসল নাম কী সানি লিওনের, জানালেন নিজেই

তিনে নামা নিকিন জোসেকে নিয়ে ব্যাপক নাটক হয়েছে। ব্যক্তিগত ৯ রানে তিনি ‘স্টাম্পড’ হয়েও বেঁচে যান! থার্ড আম্পায়ার তাকে শুরুতে আউট ঘোষণা করলেও পরে ফিল্ড আম্পায়ারর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান। এই সিদ্ধান্ত বদলে আপত্তি জানায় বাংলাদেশ। যদিও তাতে কোনো লাভ হয়নি।

অন্যদিকে জীবন পেয়েও ১৭ রানের বেশি করতে পারেননি নিকিন। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক ইয়াশ ধুল। বাকি কেউই আর বিশের ঘরেও যেতে পারেননি। ৪৯.১ ওভারে ২১১ রানে অল-আউট হয় ভারত। ২টি করে উইকেট নেন মেহেদি হাসান, তানজিম সাকিব এবং রকিবুল হাসান। এছাড়া সৌম্য, সাইফ আর রিপন নেন ১টি করে। 

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন