• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

রেললাইনে বসে গেম খেলছিল ২ স্কুলছাত্র, ট্রেনে কাটা পড়ে মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২৪ পিএম
রেললাইনে বসে গেম খেলছিল ২ স্কুলছাত্র, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ফাইল ফুটেজ

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের উপজেলার রুকানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল ইসলাম। নিহতরা হলেন- উপজেলার রুকানাই এলাকার মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। শাকিল মিয়া ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  রুকানাই এলাকায় গায়ে চাদর জড়িয়ে রেললাইনের ওপর বসে দুই বন্ধু ফ্রি ফায়ার গেম খেলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই শাকিল মিয়ার মৃত্যু হয়। মজিবর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

তাদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ওরা দুইজনেই সকালে গায়ে চাদর জড়িয়ে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। কয়েকজন রেললাইন থেকে উঠে যেতে বলেছিল, তারা শোনেনি। ট্রেন অনেকবার হুইসেল দিয়েছে, ওরা শোনেনি।

মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকী বলেন, দুইজন মিলে রেললাইনে বসে গেম খেলছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন