• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

ইতিহাসের সবচেয়ে বড় হজ শুরু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২৯ পিএম
ইতিহাসের_সবচেয়ে_বড়_হজ_শুরু
ফাইল ফুটেজ

কাবা প্রদক্ষিণ ও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনির মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই প্রথম বারের মতো (২০২৩ সালে) সবচেয়ে বেশি হাজির পদচারণায় কাবা প্রাঙ্গণ মুখরিত হবে।

কাবা ঘর প্রদক্ষিণ করেন রোববার (২৫ জুন) বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা লাখ লাখ হাজি। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইতিহাসের সবচেড়ে বড় হজ হওয়ার ব্যাপারে বলেছেন, ‘ আমরা ইতিহাসে এ বছর সবচেয়ে প্রত্যক্ষ করব বড় হজ।’ করোনা মহামারি হানা ২০২০ সালের দেওয়ার পর- সব ধরনের স্বাস্থ্য বিধিনিষেধ এবার প্রথমবারের মতো তুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ২৫ লাখেরও বেশি মানুষ এবার একসঙ্গে হজ করবেন।

আরও পড়ুন>> জাপান ভারতের জন্য যে কারণে গুরুত্বপূর্ণ মাতারবাড়ি বন্দর

তবে সৌদি দূতাবাস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত জানিয়েছিল, ৩১ লাখ ৬১ হাজার ৫৭৩ জন হাজি ২০১২ সালে হজ করেছিলেন। সবচেয়ে বড় হজ ছিল যা ইতিহাসে। এবার আশা করা হচ্ছে এ সংখ্যাটি পার হয়ে যাবে বলে। ২০২০ সালে হজ করার সুযোগ করোনা মহামারির কারণে পেয়েছিলেন মাত্র ১০ হাজার মানুষ।   ৫৯ হাজার মানুষ ২০২১ সালে। আর এ সংখ্যাটি ছিল ১০ লাখ গত বছর।

রোববার সন্ধ্যায় স্থানীয় সময় হাজিরা মিনার দিকে যাবেন। যা ৮ কিলোমিটার দূরে অবস্থিত কাবা থেকে। এরপর যাবেন তারা আরাফাত ময়দানে। এই আরাফাতের ময়দানেই শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) তার সর্বশেষ ভাষণটি দিয়েছিলেন। হজের সব আনুষ্ঠানিকতা হাজিরা যেন নির্বিঘ্নে পালন করতে পারেন সেজন্যসৌদি সরকার সব ব্যবস্থা নিয়েছে। খাবারের ব্যবস্থা রাখা হয়েছে মিনায় হাজিদের সুবিধার্থে। এছাড়া আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।

অন্যান্য খবর>> দুই সহযোগীসহ ইউটিউবার প্রত্যয় হিরনকে গ্রেফতার করেছে ডিবি!

এদিকে তীব্র গরমের মধ্যে এবার হজের মৌসুমটা পড়েছে। জানা গেছে, হাজিদের হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। এই গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে ৩২ হাজার স্বাস্থ্যকর্মী যেন তাদের চিকিৎসা সেবা দেওয়া যায় ও ব্যবস্থা রাখা হয়েছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের। শুরু হবে আগামীকাল ২৬ জুন এ বছর হজের মূল আনুষ্ঠানিকতা। ১ জুলাই পর্যন্ত যা চলবে। আর ঈদুল আজহা এ বছর সৌদি আরবে উদযাপিত হবে ২৮ জুন। 

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন