• ঢাকা
  • শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

ইরানে হামলা চালাবেন না, পাল্টা হামলা না করতেও অনুরোধ করেছেন ট্রাম্প


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম
ইরানে হামলা চালাবেন না, পাল্টা হামলা না করতেও অনুরোধ করেছেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে না বলে ইরানকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ইরানি দূত বলেছেন, পাকিস্তান সময় বৃহস্পতিবার রাত ১টার সময় এ তথ্য পান তিনি। ট্রাম্পের এ বার্তা নির্দেশ করছে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না এবং দেশটিকে আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে থাকা তাদের অবকাঠামোতে যেন কোনো পাল্টা হামলা না চালানো হয়।

রেজা আমিরি মোঘাদাম বলেছেন ইরানের মানুষের বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং সরকার বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসেছেন। তিনি দাবি করেছেন, বিক্ষোভ চলার সময় সশস্ত্র সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটানো ও মসজিদে হামলা চালিয়েছে।

ট্রাম্প ‘সুর নরম’ করলেও হামলা নিয়ে এখনো উদ্বিগ্ন ইরান

গত কয়েকদিন ইরানে হামলার হুমকি দিলেও গতকাল রাতে সুর নরম করে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে এবং কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডও কার্যকর করবে না। এতে করে যুক্তরাষ্ট্রের অত্যাসন্ন হামলার শঙ্কা অনেকটাই কমেছে।

তবে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক হাসান আহমাদিয়ান সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে ট্রাম্প একাধিকবার এমন বক্তব্য দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার শঙ্কা কমে গেছে, ইরানের সরকার এমনটা সম্ভবত বিশ্বাস করবে না।

তিনি জানিয়েছেন, যদিও ট্রাম্পের বক্তব্য ইঙ্গিত করছে ওয়াশিংটন উত্তেজনা হ্রাস চায়। তা সত্ত্বেও ইরানের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উদ্বিগ্ন থাকবেন।

এ অ্যাকাডেমিক বলেন, “আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট যা বলেন তা ইরানিদের বিশ্বাস করতে কষ্ট হবে। কারণ এরআগে ইরানিরা যখন যুক্তরাষ্ট্রে সঙ্গে আলোচনায় ছিল তখন দেশটি হামলার শিকার হয়েছে।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন