মার্চ টু যমুনার হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছেন। আজকের অবরোধ থেকে তারা সন্ধ্যার মধ্যে অধ্যাদেশ জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর সায়েন্সল্যাবে অবরোধকালীন সাত কলেজের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, আমাদের তিন জায়গায় অবরোধ চলছে আজ।
গতকালও আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকব। এর মধ্যে যদি অধ্যাদেশ জারি না করা হয়, তাহলে মার্চ টু যমুনা কর্মসূচি দেব। কারণ অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছে।
অবরোধের সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে এখনো কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে এ অবরোধে নেমেছেন।
শিক্ষার্থীরা দাবি করেছেন, ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হওয়া সত্ত্বেও অধ্যাদেশ না জারি হওয়ায় তারা ক্লাস করতে পারছেন না এবং রেজাল্ট পাচ্ছেন না। তাদের মতে, সরকার চূড়ান্ত অধ্যাদেশ জারি করে পরিস্থিতি সমাধান করুন, এটাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি।
এদিকে অবরোধ কর্মসূচির ফলে সাইন্সল্যাবের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ।
যানজটে আটকে থাকা একজন সিএনজি চালক বলেন, ‘মানুষকে হয়রানি করে দাবি আদায় এই দেশে একধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে। সারাদিন মাত্র একটা ক্ষেপ মারছি। আজকে মালিকরে দেওয়ার টাকাই উঠে নাই। এদের আন্দোলনের কারণে ফেঁসে গেছি।
অনেক অনুরোধ করা সত্ত্বেও গাড়ি ছাড়েনি।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: