• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

টেলি অভিনেত্রীর রহস্যমৃত্যু, পিজি থেকে উদ্ধার দেহ, মিলল ডায়েরিও


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০৮ এএম
টেলি অভিনেত্রীর রহস্যমৃত্যু, পিজি থেকে উদ্ধার দেহ, মিলল ডায়েরিও
সংগৃহীত

দক্ষিণ ভারতীয় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএম-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন এই অভিনেত্রী, যেখানে নিজের মৃত্যুর জন্য তিনি তার মা-বাবাকে দায়ী করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। কাকতালীয়ভাবে, সম্প্রতি শুটিং হওয়া একটি দৃশ্যে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে নন্দিনী উল্লেখ করেছেন, মা-বাবা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও চিরকুটে পাওয়া গেছে। তবে বিষণ্নতার অন্য কারণগুলো নিয়ে পুলিশ এখনই বিস্তারিত কিছু জানায়নি।

কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কাজের সুবাদে ব্যাঙ্গালুরুতে বসবাস করতেন। কন্নড় ও তামিল টেলিভিশন অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত মুখ। 'সংঘর্ষ', 'মধুমাগালু', 'নিনাদে না', এবং 'জিভা হুভাগিদে'-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তার এই আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন