এই প্রথম মুখপাত্র, কমান্ডারদের নিহতের তথ্য স্বীকার করল ফিলিস্তিনি গোষ্ঠী
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস এই প্রথমবারের মতো স্বীকার করেছে যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফের) সঙ্গে যুদ্ধে গোষ্ঠীটির সামরিক শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগ্রেডের প্রধান মোহাম্মদ সিনওয়ার, মুখপাত্র আবু ওবেইদাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
গতকাল সোমবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে হামাস। সেই ভিডিওবার্তায় এক ব্যাক্তিকে বলতে দেখা গেছে, আমরা গর্বের সঙ্গে আমাদের নেতা আবু ওবেইদার শাহাদাত ঘোষণা করছিল। আমরা তার উত্তারাধিকার।”
ভিডিওবার্তায় ওই ব্যক্তি নিজেকে পরিচয় দিয়েছেন হামাসের মুখপাত্র হিসেবে। কিন্তু নিজের নাম জানাননি। মাথা-মুখ কাপড়ে ঢাকা ছিল বলে তার চেহারাও দৃশ্যমান হয়নি।
২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে যে ভয়াবহ হামলা হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন হামাসের গাজা শাখার তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ২০১৪ সালের ১৬ অক্টোবর আইডিএফের গুলিতে নিহত হন তিনি।
ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর হামাসের গাজা শাখার শীর্ষ নেতা হন তার ভাই এবং আল-কাসাম ব্রিগেডের প্রধান নির্বাহী মোহম্মদ সিনওয়ার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত মে মাসে নিহত হয়েছেন মোহম্মদ সিনওয়ার। তার তিন মাস পর আগস্ট মাসে নিহত হন আবু উবেইদা।
সোমবারের ভিডিওবার্তায় মোহম্মদ সিনওয়ার এবং আবু উবেইদার পাশাপাশি নিহত আরও তিন জন জ্যেষ্ঠ কমান্ডারের নামও উল্লেখ করেছেন দিয়েছেন ইজদেন আল কাসাম ব্রিগেডের নতুন মুখপাত্র। এরা হলেন আল কাসাম ব্রিগেডের শাখা রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার মোহাম্মেদ শাবানা, হামাসের সামরিক প্রশিক্ষণ বিভাগের প্রধান হাকাম আল ইসা এবং আল-কাসাম ব্রিগেডের সাবেক অপারেশন্স বিভাগের কমান্ডার রায়েদ সাদ।
দৈনিক পুনরুত্থান / আন্তর্জাতিক ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: