• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. সারাদেশ

নোয়াখালীতে সাংবাদিকের উপর মাদক ব্যাবসায়ীর হামলায় থানায় অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১৫ এএম
নোয়াখালীতে সাংবাদিকের উপর মাদক ব্যাবসায়ীর হামলায় থানায় অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে প্রবীণ সাংবাদিক কবির আহমদ ফারুকের উপর মাদক ব্যবসায়ীর হামলার ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগে প্রকাশ, ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ভবভবদ্রী গ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী ফয়সালের মাদক ব্যবসার বিরুদ্ধে লেখালেখি করায় গত ২০ সেপ্টেম্বর মাদকদ্রব্য অধিদপ্তর নোয়াখালীর একটি টিম মাদক বিরোধী অভিযান চালায় তাদের বাড়িতে৷

এঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ফয়সালের বড় ভাই আলী আকবর সুজন এর নেতৃত্বে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় অপরাপর মাদক ব্যবসায়ীকে সাথে নিয়ে ভবভদ্রী গ্রামস্থ মেসার্স মদিনা বিল্ডার্সের অভ্যন্তরে বসা অবস্থায় প্রতিদিন আমার সংবাদ পত্রিকার  স্টাফ রিপোর্টার কবির আহমদ ফারুকের উপর হামলা করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে তারা৷

আহত অবস্থায় কবির আহমদ ফারুককে তাৎক্ষণিক বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়৷ এ ঘটনায়  আলী আকবর সুজনকে প্রধান আসামী করে ২৪ সেপ্টেম্বর বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ এ রিপোর্ট লেখা তদন্তকারী কর্মকর্তা এস আই কবির হোসেন ঘটনাস্থলে যাননি৷

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন