• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. সারাদেশ

বর্তমান সরকার শিক্ষাবান্ধব: খাদ্যমন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২৬ পিএম
বর্তমান_সরকার_শিক্ষাবান্ধব_খাদ্যমন্ত্রী
ফাইল ফুটেজ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। ফলে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া থেকে শুরু করে অসহায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।

পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতির কথা চিন্তা করে স্কুলে স্কুলে টিফিন ব্যবস্থা করে দিয়েছে এ সরকার।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে নওগাঁর পোরশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের নানা উদ্যোগের কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এখন শূন্যের কোঠায়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। সুতরাং শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

পোরশা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির ২০২২-২০২৩ অর্থবছরে তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ, প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে হুইলচেয়ার, ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। 

দৈনিক পুনরুত্থান / নওগাঁ প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন