মধুখালীতে চোরের কামড়ে গৃহকর্তা আহত, গৃহকর্তা ও চোর হাসপাতালে
মধুখালীতে চোরের কামড়ে এক গৃহকর্তা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরের মধুখালীতে এক চোর চুরি করতে গৃহস্থের ঘরে ঢুকলে বাড়ীর মালিক টের পেয়ে চোরকে ধরে ফেলেন। চোর পালানোর চেষ্টা করলে গৃহকর্তা চোরকে জাপটে ধরে ফেললে চোর গৃহকর্তার শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) শেষ রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের বাড়ীতে এক চোর হানা দেয়। কুদ্দুস শেখের ছেলে রবিন শেখের ঘরে চোর প্রবেশের আগে বাড়ীর অন্যান্য ঘরে বাইরে থেকে তালা বন্ধ করে রবিনের ঘরে প্রবেশ করে। চোর ঘরে প্রবেশ করে টাকা, পয়সা, সোনা-গহণা খুঁজতে থাকে। এক পর্যায়ে পায়ের শব্দে রবিন শেখ (২৭) টের পেয়ে চোরকে ঝাপটে ধরেন। চোর পালাবার চেষ্টা করে এবং রবিন শেখের মুখসহ শরিরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করে। এই সময় রবিন শেখের চিৎকারে তার বাবাসহ অন্যান্যরা এসে চোরকে ধরে ফেলে। তাদের চিৎকার শুনে এলাকার মানুষ এসে চোরকে গণপিটুনী দেয়। বর্তমানে গৃহকর্তা রবিন শেখ ও চোর সোহেল মল্লিক উভয়ে আহত অবস্থায় মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানান, আহত মোঃ কুদ্দুস শেখ তার ছেলে রবিন শেখ ও চোর সোহেল মল্লিককে হাসপাতালে নিয়ে আসলে দুজনকেই ভর্তি করি এবং চিকিৎসাধীন আছে।
চোরের পরিচয় পাওয়া গেছে, সে মাগুরা জেলার মহাম্মাদপুর উপজেলার প্রাভাটুরা গ্রামের ইউনুস মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৪০)।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মধুখালী
- গৃহকর্তা আহত
- হাসপাতালে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: