• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

Advertise your products here

  1. সারাদেশ

শুল্ক কমায় হিলি বন্দর দিয়ে আড়াই মাস পর আলু আমদানি শুরু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১৭ পিএম
শুল্ক কমায় হিলি বন্দর দিয়ে আড়াই মাস পর আলু আমদানি শুরু

আমদানিতে শুল্ক কমায় ২ মাস ১৭ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। আজ (বুধবার, ২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে আলু বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি করছেন মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর আগে চলতি বছরের ৮ জুলাই সর্বশেষ আলু আমদানি হয়েছিল। প্রথমদিন ২টি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এছাড়া বন্দরে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৩ টাকার মধ্যে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন বলেন, ‘দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কম শুল্কে আজ থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে।’ আলু আমদানি বাড়লে বাজারে দাম আরো কমে আসবে বলে জানান তিনি।

 

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন