এক হাজার গাছের চারা বিতরণ বরিশাল জেলা পুলিশের

নজরুল ইসলাম আলীম// "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলা পুলিশের আয়োজনে সবুজায়ন ও পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


এ সময় জেলার ১০ থানা, ফাড়ি ও পুলিশের বিভিন্ন দপ্তরে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।রোববার (২৩ জুলাই) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইনস মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে পুলিশ লাইনস এর দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান ও পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম।
আরও পড়ুন>> পানির ব্যবসার সঙ্গে যুক্ত হতে গিয়ে খুন হন অলিউল্লাহ : র্যাব
পরে জেলার বিভিন্ন থানার ওসিদের হাতে গাছের চারা তুলে দেন পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মোঃ মতিউর রহমান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর বিক্রম, শিক্ষাবিদ প্রফেসর শাহ্ শাজেদা সহ প্রমুখ।


দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
- বিষয়:
- বরিশাল
- পুলিশ
- গাছের চারা
- বৃক্ষরোপণ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: