বোয়ালমারীতে অনুষ্ঠিত হলো ৫৪তম শীত কালীন ক্রিড়া প্রতিযোগিতা
বোয়ালমারীতে ৫৪তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে স্টেডিয়ামে (জজ একাডেমি খেলার মাঠ) অনুষ্ঠিত হয়েছে ৫৪তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা।
বুধবার (০৭ জানুয়ারী ২০২৬) সকালে দিনব্যাপি অনুষ্ঠিত এই ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
এস এম রকিবুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জালাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, বোয়ালমারী থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান। প্রতিযোগিতায় উপজেলার অন্যতম বিদ্যাপিঠ খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা ভলিবলসহ ১৫টিতে প্রথম স্থান এবং ১০টিতে দ্বিতীয় সর্বমোট ২৫টি পুরস্কার প্রাপ্তির মাধ্যমে শীর্ষস্থান অর্জনে সক্ষম হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বোয়ালমারী
- ক্রিড়া প্রতিযোগিতা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: