কালীগঞ্জে ইউএনও মাসুদ রানাকে প্রেস ফাইভের সংবর্ধনা
লালমনিরহাটের বৃহত্তর সাংবাদিক সংগঠন প্রেস ফাইভ এর উদ্যোগে সদ্য বিদায়ী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে প্রেস ফাইভের সদস্যরা এ সংবর্ধনার আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ফাইভের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর আলমগীর অনু, আহ্বায়ক কমিটির সদস্য রাহেবুল ইসলাম টিটুল, সদস্য আলামিন বাবু, শেখ রনত সীমান্ত, তৌফিক জামান, সাকিব ইসলাম সজীবসহ অন্যান্য সদস্যরা।
বিদায়ী ইউএনও মাসুদ রানা বলেন, “কালীগঞ্জে কর্মরত সাংবাদিকরা সবসময় প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং সঠিক তথ্য প্রদান করে কাজকে সহজ করেছেন। তিনি প্রেস ফাইভের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান / কালীগঞ্জ, লালমনিরহাট প্রতিনিধি
- বিষয়:
- লালমনিরহাট
- কালীগঞ্জ
- ইউএনও
- সংবর্ধনা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: