• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে ১৩প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে নির্বাচনে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৪ পিএম
ফরিদপুরে ১৩প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে নির্বাচনে

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে ১৩প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফরিদপুর জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে।

 ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে তারা মাঠে দায়িত্ব পালন করবে।

বুধবার (২৮ জানুয়ারী ২০২৬) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন এলাকাগুলোর মধ্যে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

বিজিবি সূত্র জানায়, ফরিদপুরের গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হবে। একই সঙ্গে রাজধানীর প্রবেশপথসহ জেলার সংযোগ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হবে, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফরিদপুরে প্রয়োজনে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট) ও কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদর দপ্তরে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে প্রিজাইডিং অফিসারের অনুরোধে বা সহিংসতা ও জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি ভোটকেন্দ্রে প্রবেশ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

ফরিদপুরে অতীত অভিজ্ঞতা বিবেচনায় রেখে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিজিবির এই মোতায়েনের ফলে জেলার ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের। 

 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন