• ঢাকা
  • রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

বিচ্ছেদের মাঝে তাহসানকে নিয়ে মিলল নতুন খবর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৪ এএম
বিচ্ছেদ আবহে তাহসানকে নিয়ে মিলল নতুন খবর
তাহসান খান

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর স্ত্রী রোজা আহমেদের সঙ্গে দূরত্বের খবরে গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের ঘোষণার পর নিজেকে কিছুটা আড়ালে রাখলেও এবার তার ভক্তদের জন্য এলো চমকপ্রদ এক খবর। ফের পর্দায় ফিরছেন এই তারকা। তবে কোনো নাটকে নয়, বরং সঞ্চালক হিসেবে।

মূলত, জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান; শিগগিরই অনুষ্ঠানটির নতুন সিজন শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, প্রথম সিজনে তার সাবলীল উপস্থাপনা দর্শকের মন জয় করেছিল। আর সে কারণেই দ্বিতীয় সিজনেও তাকেই ভরসা রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এ শো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন এর পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনায় বঙ্গ। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যা শো-এর আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক মাত্রা।

১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে নয়টায় এনটিভি তে প্রচারিত হবে এই অনুষ্ঠান। যারা মিস করবেন, তারা শো-টির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়। 

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন