• ঢাকা
  • রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১২ পিএম
পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন তারা। কমিটিতে নিলুফা ইয়াসমিন লেলিকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা পেশায় একজন বৈমানিক এবং তিনি একজন সফল উদ্যোক্তা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের উপজেলা মহিলা দলের কমিটির সাথে সমন্বয় করে এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহবায়ক ছাড়াও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে দুর্বল ছিল মোল্লাহাট উপজেলা মহিলা দল। এবারে মহিলা দলের কার্যক্রম সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতারা।

কমিটি ঘোষণার পর রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক মনোনীত করায় সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি মহিলা দলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে মোল্লাহাট উপজেলা মহিলা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবেন বলে জানান। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন