• ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

Advertise your products here

  1. বিনোদন

বিয়ের পিঁড়িতে ফের বসছেন সামান্থা!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
বিয়ের-পিঁড়িতে-ফের-বসছেন-সামান্থা
ফাইল ফুটেজ

একের পর এক সিনেমা ও সিরিজে অসাধারণ অভিনয় করে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছেন দক্ষিনী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। করেছেন দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে বলিউডে পদার্পণ।

এর মাঝেই হয়ে গেল নাগা চৈতন্যের সঙ্গে তার বিচ্ছেদ। এছাড়া  মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই চিকিৎসার জন্য বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন তিনি। তবে লড়াকু এ অভিনেত্রী আবার ফিরেছেন কর্মক্ষেত্রে।এ মূহুর্তে রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল’ সিনেমাতে অভিনয় করছেন সামান্থা।

এ সিনেমায় তার পাশাপাশি দেখা যাবে বরুন ধাওয়ানকে। অন্যদিকে বিজয় দেবরকোন্ডারের সঙ্গে ‘কুশি’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সামান্থা। আর তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় এ সিনেমাকে কেন্দ্র করেই। আসলে বিজয়ের সঙ্গে এ সিনেমাতে এক বিবাহিত নারীর চরিত্রে দেখা যাবে সামান্থাকে।

তবে এর গল্প নিয়ে বিশেষ কিছু জানা যায়নি৷। এ সিনেমার একটি বড় অংশের শ্যুট হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে। সামান্থার চরিত্রটি ঠিক কেমন? সেই বিষয়ে জানতে ভক্তরা যতই আগ্রহী হন না কেন, নির্মাতারা এখনও কিছুই প্রকাশ্যে আনেননি। তাই এখন শুধু সময়ের অপেক্ষা!

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন