• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বিতর্কের মাঝেই মোস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৪ পিএম
বিতর্কের মাঝেই মোস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট

আইপিএল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বাদ পড়ার এই ঘটনাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। তবে সেসবের মধ্যেই ফেসবুকে নতুন করে রহস্যময় এক পোস্ট করেছেন মোস্তাফিজ। 

আইপিএলের আসন্ন মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে ঠিক থাকলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। নিরাপত্তার কারণে তাকে বাদ দেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারের পর্যায়ে পৌঁছে গেছে।

আইপিএল ইস্যুতে যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, মোস্তাফিজ চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি। রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন এই কার্টার।

কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতিমানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।

আপাতত একটু অবসর পেয়েছেন মোস্তাফিজ ও তার সতীর্থরা। আগামী ৯ জানুয়ারির আগে আর মাঠে নামতে হচ্ছে না তাদের। সে কারণেই হয়তো, একটু ফুরসত পেয়েছেন প্রকৃতি উপভোগ করার। তার পোস্টটাও সে বিষয়েই। হোটেলের ছাদে তোলা এক ছবি পোস্ট করে মোস্তাফিজ বলেছেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’

তার আগে গত রাতেও তিনি এক ফেসবুক পোস্ট করেছিলেন। সেখানে লিখেছিলেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’

তবে মোস্তাফিজ এই ফেসবুক পোস্টের বাইরেও যে বেশ শান্তই আছেন, সেটা বলে গেছেন তার একাধিক গুরু ও সতীর্থরা। মাঠে পারফর্ম করাটাই আপাতত তার কাছে মূখ্য।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন