• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. রাজধানী

মেট্রোরেলের পর বিআরটিসির শাটল বাসেও চালু হচ্ছে র‌্যাপিড পাস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৬ পিএম
মেট্রোরেলের_পর_বিআরটিসির_শাটল_বাসেও_চালু_হচ্ছে_র‌্যাপিড_পাস
ফাইল ফুটেজ

মেট্রোরেলের যাত্রীদের আনা-নেওয়ার জন্য উত্তরা (হাউজ বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বিআরটিসি শাটল বাসে চালু হচ্ছে র‌্যাপিড পাস।

ফলে যাত্রীরা এমআরটি পাস ব্যবহার করে মেট্রোরেলে যাতায়াতের পর আবার র‌্যাপিড পাস ব্যবহার করে বাসেও যেতে পারবেন। মঙ্গলবার (৩১ নভেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডপি) মোতাছিল বিল্লাহ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর (বুধবার) থেকে উত্তরা (হাউজ বিল্ডিং) থেকে দিয়াবাড়ি এমআরটি স্টেশন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালিত মেট্রোরেল শাটল সার্ভিসে র‌্যাপিডের মাধ্যমে ভাড়া আদায় শুরু হবে।

র‌্যাপিড পাসের মাধ্যমে ভাড়া আদায়ের লক্ষ্যে বুধবার বিকেল ৩টায় ডিটিসিএ’র নির্বাহী পরিচালক দিয়াবাড়ি মেট্রো স্টেশন উপস্থিত থেকে এটি উদ্বোধন করবেন। ইতোমধ্যে উত্তরা (হাউজ বিল্ডিং) ও দিয়াবাড়ি এমআরটি স্টেশনে দুটি অস্থায়ী টিকিট কাউন্টার ডিটিসিএর পক্ষ থেকে স্থাপন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন