নওগাঁ-৬ মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী, স্বাস্থ্য ও শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গিকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের পর সাংবাদিকদের মো.খবিরুল ইসলাম বিগত সময়ের জনপ্রতিনিধিদের কথা তুলে ধরে বলেন, অতীতের প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি নির্বাচিত হলে সেই অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য সম্পর্কে তিনি জানান, আত্রাই রাণীনগর উপজেলার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় তিনি বৈপ্লবিক পরিবর্তন আনতে চান। বেকারত্ব দূরীকরণে একটি অভিনব পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে, জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আত্রাই ও রাণীনগর উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। এলাকাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এবং বিভিন্ন দলের তৎপরতায় নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে।
জামায়াত নেতারা জানান, তারা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনগণের হৃত ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের দৃঢ় বিশ্বাস, এই আসনের সাধারণ জনগণ এবার পরিবর্তনের পক্ষেই তাদের রায় প্রদান করবেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নওগাঁ
- মনোনয়ন জমা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: