• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

Advertise your products here

  1. সারাদেশ

হিলিতে হত্য মামলার আসামী গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৯ পিএম
হিলিতে হত্য মামলার আসামী গ্রেপ্তার

দিনাজপুরের হিলিতে গত ৫ আগস্ট সাবেক পৌর মেয়রের বাড়িতে দুই হত্যা মামলার আসামি সুরুজ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে গ্রেপ্তারের পর দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।  গ্রেপ্তারকৃত সুরুজ আলী হিলির দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজপাড়ার) আশরাফ আলীর ছেলে। তিনি হিলি পৌর আওয়ামী লীগের সদস্য।  বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।

তিনি জানান, গত ৫ আগস্ট হিলির সাবেক পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ওইবাড়ি থেকে সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি টিম। এ ঘটনায় ২৩ জনসহ অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়। আজ সকালে এই মামলার ১৯নং আসামি সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন