• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

মহম্মদপুরে ৫জুয়ারী আটক,৭দিনের কারাদন্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৬ পিএম
মহম্মদপুরে ৫জুয়ারী আটক,৭দিনের কারাদন্ড

 

মহম্মদপুরে জুয়া খেলার সময় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন আটক করেছে যৌথ বাহিনী । আটককৃতদের ৭ দিনের কারাদণ্ড দিয়েছে আদালতে ।

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের কলমধরী বাজার এলাকায় জুয়া খেলার সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে কলমধরী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান। আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম (৪৩)।

আটককৃত অন্যান্যরা হলেন, মোঃ শাকিরুল ইসলাম (৪৩), পিতা-মৃত লিয়াকত আলী খান, গ্রাম-বড় কলমধরী; সহিদুল ইসলাম (৩৫), পিতা-ইমারত মোল্যা, গ্রাম-মৌলি; আকিদুল ইসলাম (৪৭), পিতা-হারুন অর রশিদ, গ্রাম-বড় কলমধরী;মোঃ উজ্জল হোসেন (২৩), পিতা-মোয়াজ্জেম হোসেন, গ্রাম-বড় কলমধরী এবং মরুল ইসলাম (৩৬), পিতা-জহুরুল মোল্যা, গ্রাম-চর বনগ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল, এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী

এ সম্পর্কিত আরও পড়ুন