পদ্মায় ঘুরতে গিয়ে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম নাঈম। তিনি এমআইএসটির সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী একটি নৌকাযোগে পদ্মা সেতু দেখতে যান। এ সময় সেতুর ৪ নম্বর পিলারের কাছে তিনজন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দু’জন নিরাপদে উঠে এলেও নাঈম নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
এদিকে, একই সময় তানভীর নামে আরেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া প্রয়োজনে ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যুক্ত হওয়ার কথা রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পদ্মা নদীর তীব্র স্রোত ও গভীরতা উদ্ধার কার্যক্রমে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। তবে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- পদ্মায়* ঘুরতে,গিয়ে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: