• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. রাজধানী

অবরোধের দুই দিনে আগুন ১৪ গাড়িতে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:১৯ পিএম
অবরোধের_দুই_দিনে_আগুন_১৪_গাড়িতে
ফাইল ফুটেজ

বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দুই দিনে (রোববার ১২ নভেম্বর থেকে সোমবার ১৩ নভেম্বর সন্ধ্যা ৬ টা ৩০টা) পর্যন্ত দেশজুড়ে ১৪টি যানবাহনে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ঢাকা মহানগরে আগুন দেয়া হয়েছে ৮টি গাড়িতে এবং ঢাকার বাইরের ৬টিতে। চতুর্থ দফার এ অবরোধ শেষ হওয়ার আগেই আবারো দুই দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলবে পঞ্চম দফার অবরোধ।

সোমবার (১৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধে রোববার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে সূত্রাপুর মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন, মিরপুর ১০ গোলচত্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী এলাকায় একটি মিনিবাসে আগুন, তেজগাঁও নাবিস্কো মোড়ে শ্যামল বাংলা পরিবহনের একটি বাসে আগুন, সাভারের বলিয়ারপুরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন, মুগদা সবুজবাগে একটি কাভার্ড ভ্যানে আগুন, সায়দাবাদ জনপথ রোডে বলাকা পরিবহনে একটি বাসে আগুন, মিরপুর ৬ ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন, উত্তরা পলওয়েল মার্কেট প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন, শনির আখড়া মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন, বরিশাল বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে মা এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন, নাটোর পুঁতিয়ার একটি নছিমন আগুন, দিনাজপুর মেডিকেল মোড়ে একটি ট্রাকসহ মোট ১৪টি পরিবহনে  আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।

এছাড়া গত ৪ নভেম্বর থেকে সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৪১টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে দিনের থেকে রাতের বেলা অগ্নিসংযোগের ঘটনা বেশি ঘটেছে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন