রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) এই চাঁদ দেখা যায়। ফলে রবিবার রজব মাসের প্রথম দিন হিসেবে নিশ্চিত করা হয়েছে। হিজরি বর্ষপঞ্জির সপ্তম এবং ইসলামের চারটি পবিত্র মাসের একটি রজব। আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ এ খবর জানিয়েছে।
রজব মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এ মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়। অবশ্য ঐতিহ্য অনুযায়ী, রজবের পর শাবান মাস শেষ হওয়ার পরই রমজান শুরু হয়। রজব মাস শুরু হওয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা (কাউন্টডাউন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
হিজরি মাস সাধারণত ২৯-৩০ দিনে হয়। রজব ও শাবান মাসও যদি তা–ই হয়, তাহলে ৬০ থেকে ৬১ দিন পর রমজান মাস শুরু হবে। তবে রমজান বা যেকোনো হিজরি মাস শুরু হওয়ার বিষয়টি একান্তভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এদিকে আবুধাবির স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা গেছে। চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে।
চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি দল অংশ নেয়। তাঁরা হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রজব মাস
- রমজানের ক্ষণগণনা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: