• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

টিভি যুগের অবসান, ইউটিউবে পা রাখছে অস্কার সম্প্রচার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৪১ পিএম
টিভি যুগের অবসান, ইউটিউবে পা রাখছে অস্কার সম্প্রচার

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাাদাপূর্ণ পুরস্কার অস্কার সম্প্রচার এতদিন হয়ে এসেছে টেলিভিশন স্টেশন এবিসির পর্দায়। সেই প্রথা থাকছে না। ২০২৯ সাল থেকে অস্কার আর টিভিতে নয়, সরাসরি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে।

সিএনএন লিখেছে, দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইউটিউবের সঙ্গে দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে এই 'গ্লোবাল এক্সক্লুসিভ' চুক্তি হয়েছে ২০৩৩ সাল পর্যন্ত। ২০২৯ সাল থেকে চারবছর অস্কার প্রচারের একক স্বত্ব থাকবে কেবল ইউটিউবের হাতে।

এত দিন অস্কার সম্প্রচারের স্বত্ব ছিল ডিজনি-মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এবিসির হাতে। ২০২৮ সাল পর্যন্ত এবিসিতেই অস্কার দেখতে পাবেন দর্শকরা। ২০২৮ সালে অস্কারের শতবর্ষপূর্তির আয়োজনটি সম্প্রচারের মাধ্যমেই বিদায় নেবে এবিসি।

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন বলেন,  আমাদের জন্য অস্কার অন্যতম গুরুত্বপূর্ণ এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান । বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে শিল্প ও বিনোদনের এই উদ্যাপনকে পৌঁছে দিতে একাডেমির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এটি নতুন প্রজন্মকে চলচ্চিত্রের প্রতি আরও আগ্রহী করবে। এছাড়া অস্কারের ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থাকবে।”

তবে ইউটিউবের হাতে অস্কার সম্প্রচারের দায়িত্ব যাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে হলিউডে। ইউটিউব বা স্ট্রিমিং সাইটগুলো প্রথাগত সিনেমার গল্পের ধরন বদলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন