• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২২ পিএম
চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রোববার থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

এর আগে, গত বুধবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে দুপুর ২টা থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়। এদিন দুপুর ৩টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালনের ডাক দেয় বিক্ষুব্ধরা।

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়াসহ নানা দাবিতে রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা শুরু করেন তারা।

তবে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে নিরাপত্তা শঙ্কা জানানোয় এবং হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি আমলে নিয়ে পদযাত্রাটি বাড্ডাতেই আটকে দেয় পুলিশ।

এরপর দিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আইভ্যাক-জেএফপির নিয়মিত ভিসা কার্যক্রম ফের চালু হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন